ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নবগঠিত রাজনৈতি দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথমবারের মতো ডিমলায় দলীয় কর্মসূচি পালন করেছে। ২৬ মে (সোমবার) বিকেলে হালকা বৃষ্টির মধ্যেও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ডিমলা উপজেলার বালাপাড়া ডাঙ্গারহাট এলাকা থেকে শুরু হয়ে বিজয় চত্বর মোড় পর্যন্ত লিফলেট বিতরণ ও পথসভা চলে। বিজয় চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় সারজিস আলম বলেন, “ফ্যাসিবাদী সরকারের এমপি দীর্ঘ ১৭ বছর ধরে ক্ষমতায় থেকেও এলাকায় দৃশ্যমান উন্নয়ন করতে পারেননি। ডিমলার রাস্তাঘাটের দুরবস্থা তা স্পষ্ট প্রমাণ করে।”
তিনি আরও বলেন, “এনসিপি’র মূল দাবি—দুর্নীতিমুক্ত সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা এবং জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা।”
অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও বলেন, “স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন না হলে তা পরবর্তী সময়ে জাতির জন্য কলঙ্ক বয়ে আনবে। তাই ভোট দেওয়ার সময় মার্কা নয়, যোগ্য ও সৎ প্রার্থী দেখে ভোট দিন। দুর্নীতিপরায়ণ, অসৎ ও জনবিচ্ছিন্ন ব্যক্তিদের থেকে দূরে থাকুন।”
দলটির নেতারা জানান, ইতোমধ্যে এনসিপি দেশের বিভিন্ন অঞ্চলে তৃণমূল পর্যায়ে সংগঠন গড়ে তোলার কাজ শুরু করেছে।








