Home আন্তর্জাতিক সংবাদ গ্রিনল্যান্ডকে ঘিরে ট্রাম্পের নতুন কৌশল, ‘বোর্ড অব পিস’ ও বৈশ্বিক প্রতিক্রিয়া

গ্রিনল্যান্ডকে ঘিরে ট্রাম্পের নতুন কৌশল, ‘বোর্ড অব পিস’ ও বৈশ্বিক প্রতিক্রিয়া

4
0
blank

আন্তর্জাতিক ডেস্ক,

ঢাকা, ২২ জানুয়ারি ২০২৬ (যমুনা সংবাদ): গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল, মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে সম্পর্ক এবং বৈশ্বিক কূটনীতিতে সক্রিয় অবস্থান—সব মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদ সংস্থা ব্রিকস নিউজসহ একাধিক বিশ্বস্ত সূত্রে প্রকাশিত তথ্যে এসব ইস্যু সামনে এসেছে।

সর্বশেষ ঘোষণায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডের খনিজ সম্পদ উন্নয়ন ও কৌশলগত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র একটি নতুন “ফ্রেমওয়ার্ক ফর এ ডিল”-এর আওতায় যুক্ত হবে। এই পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যার মধ্যে ‘গোল্ডেন ডোম’ প্রকল্পের বিষয়টিও রয়েছে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি আর্কটিক অঞ্চলে রাশিয়ার উপস্থিতি মোকাবিলাই এই উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানানো হয়েছে। প্রস্তাবিত কাঠামোর আওতায় যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে সীমিত কৌশলগত ভূমি ব্যবহারের সুযোগ পাবে এবং মার্কিন কোম্পানিগুলো খনিজ উন্নয়ন প্রকল্পে অংশ নেবে। তবে এই চুক্তির কোনো নির্দিষ্ট মেয়াদ নির্ধারণ করা হয়নি।

এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মন্তব্য করেছেন, গ্রিনল্যান্ডের মালিকানা বা যুক্তরাষ্ট্রের অবস্থান রাশিয়ার জন্য কোনো উদ্বেগের বিষয় নয়। একই সঙ্গে ট্রাম্প জানান, তার পক্ষ থেকে পুতিনকে দেওয়া বার্তা স্পষ্ট—ইউক্রেন যুদ্ধের অবসান ঘটতেই হবে।

গ্রিনল্যান্ড প্রসঙ্গে আরও এক ধাপ এগিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চাইলে সেখানে একাধিক সামরিক ঘাঁটি স্থাপন করতে পারবে। এই বক্তব্য ইউরোপে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। এরই মধ্যে ফ্রান্স প্রকাশ্যে ট্রাম্পকে সতর্ক করে বলেছে, তাদের ওয়াইন ও শ্যাম্পেনের ওপর শুল্ক আরোপের হুমকি বন্ধ করতে হবে।

অন্যদিকে বৈশ্বিক কূটনীতিতে নতুন উদ্যোগ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ‘বোর্ড অব পিস’ গঠনের সনদে স্বাক্ষর করেছেন। এই বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছে সৌদি আরব। ট্রাম্পের ভাষ্য, বৈশ্বিক সংঘাত নিরসনে এই প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, তেহরান আলোচনায় বসতে আগ্রহী এবং যুক্তরাষ্ট্র আলোচনার জন্য প্রস্তুত। বিশ্লেষকদের মতে, গ্রিনল্যান্ড ইস্যু থেকে মধ্যপ্রাচ্য ও ইউরোপ—সব ক্ষেত্রেই ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ ও কৌশলগত পুনর্বিন্যাসের ইঙ্গিত দিচ্ছে।