গাজীপুর প্রতিনিধি:
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাজীপুর-২ আসনের বিএনপিদলীয় প্রার্থী এম মঞ্জুরুল করিম (রনি)-কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ মাসুমা রহমান এই নোটিশ জারি করেন।
এম মঞ্জুরুল করিম গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওসহ একাধিক নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে অভিযোগ ওঠে—প্রতীক বরাদ্দের আগেই তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নেন। অভিযোগ অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশনসহ বিভিন্ন এলাকায় মতবিনিময় সভার নামে তিনি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন এবং প্রচার কার্যক্রম পরিচালনা করেন।
এ বিষয়ে গাজীপুর জেলা প্রশাসক ও নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পূর্বেই এম মঞ্জুরুল করিম গাজীপুর সদর এলাকার সিটি করপোরেশন, ইউনিয়ন, ওয়ার্ড ও মহল্লায় শোকসভা, মিলাদ মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠানের নামে কৌশলে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে বক্তব্য ও প্রচারণা চালাচ্ছেন।
নোটিশে আরও বলা হয়, ফেসবুক পেজ পর্যবেক্ষণে দেখা গেছে—তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে ধানের শীষে ভোট দেওয়ার জন্য পরোক্ষভাবে প্রচারণা চালিয়ে আসছেন। এসব কার্যক্রমের ভিডিও, ফেসবুক লিংক ও স্ক্রিনশট অনুসন্ধান কমিটির নজরে এসেছে। তার এ ধরনের কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর ৩, ১৬, ১৮ ও ২৭ ধারার পরিপন্থী বলে উল্লেখ করা হয়।
নোটিশে এম মঞ্জুরুল করিমকে আগামী রোববার বেলা সাড়ে ১১টায় টঙ্গী, গাজীপুরে অবস্থিত সিভিল জজ (অতিরিক্ত) আদালতে সশরীর উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।








