Home দেশ সংবাদ নীলফামারীতে জেলা বৃক্ষমেলা ২০২৫ উদ্বোধন

নীলফামারীতে জেলা বৃক্ষমেলা ২০২৫ উদ্বোধন

179
0
blank

নিজস্ব প্রতিবেদক, নীলফামারী:

‘পরিকল্পিত বনায়ন করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে শুরু হয়েছে জেলা বৃক্ষমেলা ২০২৫। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। পরিকল্পিত বনায়ন শুধু প্রাকৃতিক ভারসাম্যই রক্ষা করে না, বরং তা গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব জ্যোতি বিকাশ চন্দ্র। তিনি বলেন, “বৃক্ষমেলার মতো আয়োজন সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ায় এবং পরিবেশ রক্ষায় গাছ লাগানোর প্রবণতা উৎসাহিত করে।”

মেলায় অংশ নেয় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও নার্সারি। তাঁরা বনজ, ফলদ ও ঔষধি গাছের চারাসহ নানা প্রজাতির গাছ প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা করে।

এ উপলক্ষে পরিবেশ বিষয়ক আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী, অভিভাবক ও পরিবেশবান্ধব নাগরিকদের সরব অংশগ্রহণে শহীদ মিনার চত্বরটি পরিণত হয় এক বর্ণাঢ্য মিলনমেলায়।

আয়োজকরা জানান, এ মেলার মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও পরিকল্পিত বনায়নের বার্তা জেলা জুড়ে ছড়িয়ে পড়বে এবং টেকসই উন্নয়নের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে থাকবে।