নিজস্ব প্রতিবেদক, নীলফামারী:
গর্ভবতী মায়েদের নিরাপদ প্রসব ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নীলফামারী জেলা প্রশাসন ব্যতিক্রমী এক প্রকল্প চালু করেছে, যার মূল লক্ষ্য নরমাল ডেলিভারিকে উৎসাহিত করা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় তিনি ১০ জন নবপ্রসূতা মা ও তাঁদের নবজাতকের হাতে উপহারসামগ্রী তুলে দেন।
জেলা প্রশাসক বলেন, “অপ্রয়োজনে সিজারিয়ান অপারেশনের প্রবণতা কমিয়ে স্বাভাবিক প্রসবের দিকে মানুষকে আগ্রহী করতেই আমাদের এই প্রচেষ্টা। এতে মা ও শিশু উভয়ের স্বাস্থ্যঝুঁকি কমবে এবং চিকিৎসা ব্যয়ও হ্রাস পাবে।”
প্রকল্পটি জেলা পরিষদের অর্থায়নে, জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় জানান, দুই ধাপে প্রায় ৬ লাখ টাকা ব্যয়ে ৭০০ জন প্রসূতি মাকে এই উপহার দেওয়া হবে।
উপহারের প্যাকেটে থাকছে নবজাতকের জন্য একটি পোশাক সেট, প্রসূতি মায়ের জন্য আরামদায়ক পোশাক, একটি তোয়ালে ও দুটি সাবান।
উপহার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবু আল হাজ্জাজ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আবু বক্কর সিদ্দিক, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও চিকিৎসকবৃন্দ।
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেক সেবাগ্রহণকারী পরিবার, যারা মনে করছেন এটি একদিকে যেমন মা-শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখবে, অন্যদিকে সমাজে নরমাল ডেলিভারির ইতিবাচক বার্তাও ছড়াবে।








