Home দেশ সংবাদ সাঘাটায় থানা চত্বরে হামলা, পুকুরে মিলল যুবকের লাশ

সাঘাটায় থানা চত্বরে হামলা, পুকুরে মিলল যুবকের লাশ

140
0
blank

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাঘাটা থানায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঘটে চাঞ্চল্যকর এক ঘটনা। থানা চত্বরে ঢুকে এক যুবক দায়িত্বরত পুলিশ সদস্যের কাছ থেকে রাইফেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে, বাধা দিতে গিয়ে আহত হন এএসআই মহসিন। পালিয়ে যাওয়ার সময় ওই যুবক পুকুরে ঝাঁপ দিয়ে আত্মগোপনের চেষ্টা করে। দীর্ঘ ১০ ঘণ্টার চেষ্টায় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাতপরিচয় ওই যুবক আচমকা থানা চত্বরে প্রবেশ করে সরাসরি ডিউটিতে থাকা পুলিশ সদস্যদের দিকে ধেয়ে যায়। এএসআই মহসিন তাকে থামাতে গেলে, ছুরিকাঘাত করে পালিয়ে যায় যুবক। এরপর স্থানীয়রা ও পুলিশ সদস্যরা ধাওয়া দিলে সে থানার পাশের একটি বড় পুকুরে কচুরিপানার মধ্যে ঝাঁপ দেয়।

ঘটনার পরই এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। পুরো রাতজুড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ বাহিনী অভিযান চালায়। অবশেষে আজ সকাল ৮টার দিকে পুকুরের কচুরিপানার নিচ থেকে যুবকের নিথর দেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহত যুবকের পরিচয় নিশ্চিত করতে কাজ চলছে। তার মানসিক অবস্থা এবং হামলার উদ্দেশ্য তদন্ত করে দেখা হচ্ছে। আহত এএসআই মহসিন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তবে তিনি শঙ্কামুক্ত বলে জানা গেছে।

সাঘাটা থানার ওসি বলেন, “একটি অপ্রত্যাশিত ও মারাত্মক ঘটনা ঘটেছে। আমরা সব দিক খতিয়ে দেখছি – এটি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ছিল নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল।”

স্থানীয়রা বলছেন, থানার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা দরকার। হঠাৎ এমন হামলা ও ছুরিকাঘাতের ঘটনায় পুলিশ সদস্যরা যেমন আতঙ্কে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন উঠেছে থানার নিরাপত্তা ঘিরে।