Home দেশ সংবাদ বৃত্তি পরীক্ষায় বাদ কিন্ডারগার্টেন, গাইবান্ধায় প্রতিবাদ

বৃত্তি পরীক্ষায় বাদ কিন্ডারগার্টেন, গাইবান্ধায় প্রতিবাদ

139
0
blank

গাইবান্ধা প্রতিনিধি:

সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের অংশগ্রহণের সুযোগ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে গাইবান্ধা। বুধবার (২৩ জুলাই) সকালে শহরের গানাসাস মার্কেটের সামনে কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘শিক্ষা অধিকার, অনুগ্রহ নয়’, ‘জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’—এমন নানা শ্লোগানে মুখর ছিল মানববন্ধনস্থল। শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীসহ অংশ নেয় নানা শ্রেণিপেশার মানুষ।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি মো. আবেদ আলী, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, মো. সোলায়মান হোসেন, রেজাউন্নবী সরকার, পরিচালক মো. এনামুল হক নয়ন, প্রধান শিক্ষক আবু সুফিয়ান মো. টিপু, শিক্ষক অনিমেষ কুমার রায়, জুয়েল রানা মৃধা বাবু, গোলাম রব্বানী, নাহিদ হোসেন খান, হাফেজ আব্দুর সাফি, তন্বী দাসসহ অনেকে।

বক্তারা বলেন, “এই সরকার কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। যে বয়সে শিশুরা আত্মবিশ্বাস অর্জন ও মূল্যায়নের স্বীকৃতি পেতে পারে, সেই বয়সে সরকার তাদের পেছনে ফেলে রাখছে। সরকারের উপদেষ্টারাই বৈষম্যের পরিবেশ সৃষ্টি করছেন।”

তাঁরা আরও বলেন, “আমরা মনে করি, একটি স্বাধীন দেশের শিক্ষানীতি সকল শিশুর জন্য সমান হওয়া উচিত। কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত করা সংবিধানবিরোধী। শিক্ষা হলো মৌলিক অধিকার—তা কোনো শ্রেণি-পেশা বা প্রতিষ্ঠানের ভিত্তিতে নির্ধারিত হতে পারে না।”

প্রতিবাদ থেকে অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয় এবং সরকারকে শিক্ষার ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।