Home দেশ সংবাদ নবাবগঞ্জে পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

নবাবগঞ্জে পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

104
0
blank

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা জেলার নবাবগঞ্জে পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্য গ্রেফতার হয়েছে। অভিযানকালে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপার অলংকার।

ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম-এর নির্দেশে নবাবগঞ্জ থানার একটি চৌকস টিম ১৯ জুলাই (শুক্রবার) ঢাকা ও ফরিদপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাত সর্দার খোকনসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ডাকাতির মালামালের মধ্যে উদ্ধার করা হয় গলিত স্বর্ণের টুকরা ও পাথরসহ বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার (৩ ভরি ৫ আনা) এবং প্লাস্টিক বাটিভর্তি প্রায় ৮০ ভরি রুপার অলংকার।

গ্রেফতারকৃতরা হলেন:

১. মোঃ খোকন ওরফে জসিম (৩৮)– ডাকাত দলের সর্দার, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সুলনা গ্রামের বাসিন্দা।

২. সালাম (৫৬)– একই উপজেলার খাটরা গ্রামের বাসিন্দা।

৩. হামিদুল (৩৭)– নীলফামারীর ডোমার উপজেলার পূর্ব বাগডোকরা গ্রামের বাসিন্দা।

৪. শফিকুল ইসলাম (৪৩)– রাজধানীর পল্লবী থানার ত রোডের বাসিন্দা।

৫. সুজাত ওরফে করিম মাতুব্বর (২৫)– ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাররা গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঢাকা, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নবাবগঞ্জ থানার মামলা নম্বর ০৯(০৫)২৫ ও ১৩(০৭)২৫-এ তাদের জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে তারা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় পুলিশ।