Home দেশ সংবাদ বোয়ালখালীতে জিয়া-তারেককে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

বোয়ালখালীতে জিয়া-তারেককে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

86
0
blank

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানের প্রতিবাদে চট্টগ্রামের বোয়ালখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি।

শনিবার (১৯ জুলাই) বিকাল ৫টায় ঐতিহ্যবাহী কালুরঘাট ব্রিজ চত্বরে এ কর্মসূচির আয়োজন করে বোয়ালখালী উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনগুলো।

বিক্ষোভ মিছিলে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি কালুরঘাট ফেরিঘাট থেকে শুরু হয়ে পেট্রোল পাম্প হয়ে জিয়াস্মৃতি সংসদ কার্যালয়ে এসে শেষ হয়।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ইউসুফ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান সিনিয়র সদস্য আলহাজ্ব মোস্তাক আহমদ খান বলেন,

“একটি স্বার্থান্বেষী মহল বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে নোংরা কুৎসা রটানোর পথ বেছে নিয়েছে। তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। তবে বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে আগেও ষড়যন্ত্র হয়েছে—তা যেমন ব্যর্থ হয়েছে, এবারও ব্যর্থ হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক নেতৃবৃন্দ এ এম কামাল উদ্দিন, রফিকুল ইসলাম, সৈয়দ মোজাম্মেল হক, ইলিয়াস চৌধুরী, মনজুর হোসেন চৌধুরী, মো. ইউনুস, হারুনুর রশিদ চৌধুরীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।

প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি তারা আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বExclude ধরে রাখতে দলীয় ঐক্য ও মাঠপর্যায়ে প্রস্তুতি জোরদারের আহ্বান জানান।