Home দেশ সংবাদ শহীদ আবিরের পরিবারকে দেখতে গেলেন বরিশালের জেলা প্রশাসক

শহীদ আবিরের পরিবারকে দেখতে গেলেন বরিশালের জেলা প্রশাসক

90
0
blank

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

ছাত্র গণআন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন আজ ১৮ জুলাই (শুক্রবার) বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের শহীদ আব্দুল্লাহ আল আবিরের বাড়িতে যান।

জুমার নামাজ আদায় করেন শহীদের বাড়ির পাশের মসজিদে, যেখানে পরবর্তীতে এক সংক্ষিপ্ত দোয়া মাহফিল ও মোনাজাতে অংশগ্রহণ করেন তিনি।

নামাজ শেষে জেলা প্রশাসক শহীদের কবরের পাশে একটি বকুল গাছের চারা রোপণ করেন—শহীদদের স্মরণে এই প্রতীকী উদ্যোগ গ্রহণ করেন তিনি।

সাথে সাথে মসজিদের বারান্দা নির্মাণে সহায়তার আশ্বাস দিয়ে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে টিন সরবরাহের ঘোষণা দেন, যা উপস্থিত এলাকাবাসীর মধ্যে প্রশংসা কুড়ায়।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন,

“শহীদ আবিরসহ যাঁরা নিজেদের জীবন দিয়ে দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাঁদের আমরা কোনোদিন ভুলবো না। এই ত্যাগ ইতিহাসের অংশ। আমরা তাঁদের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”

এ সময় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ, স্থানীয় জনপ্রতিনিধিগণ, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।

এই সফরটি শুধুই একটি আনুষ্ঠানিকতা ছিল না, বরং তা ছিল রাষ্ট্রীয় দায়িত্বশীলতার এক মানবিক প্রতিচ্ছবি—যেখানে একজন শহীদের পরিবারের খোঁজখবর নিতে জেলা প্রশাসক নিজে উপস্থিত হন এবং তাঁদের পাশে দাঁড়ান।

এমন উদ্যোগ নতুন প্রজন্মকে শহীদদের আত্মত্যাগের ইতিহাস মনে রাখার প্রেরণা জোগাবে বলেও মন্তব্য করেন স্থানীয়রা।