গাইবান্ধা প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে গাইবান্ধা জেলা যুবদলের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু।
নেতৃবৃন্দ বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত কটূক্তি ও শহীদ জিয়াউর রহমানের অবমাননা এই দেশের জনগণের চেতনার ওপর সরাসরি আঘাত। জনগণ এসব মেনে নেবে না।”
বিক্ষোভ মিছিলে জেলার সাত উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।








