Home রাজনীতি গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা: দেশজুড়ে বিক্ষোভের ডাক, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা: দেশজুড়ে বিক্ষোভের ডাক, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

93
0
blank

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের গাড়িবহরে পরিকল্পিত সশস্ত্র হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। একই সঙ্গে হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছে এনসিপি।

বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন,

“এই হামলা ছিল হত্যার উদ্দেশ্যে সংঘটিত জঙ্গি কায়দার সশস্ত্র আক্রমণ। বহুদিন ধরে পরিকল্পিতভাবে এটি ঘটিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। গোপালগঞ্জ এখন ছাত্রলীগ-যুবলীগের ফেরারি সন্ত্রাসীদের নিরাপদ ঘাঁটিতে পরিণত হয়েছে।”

নাহিদ ইসলাম জানান, হামলায় তিনজন গুরুতর আহত হয়েছেন এবং মৃত্যুর খবরও রয়েছে, যা তদন্তের মাধ্যমে নিশ্চিত করতে হবে।

এনসিপির পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার ফরিদপুরসহ অন্যান্য জেলায় পথসভা অনুষ্ঠিত হবে। তবে মাদারীপুর ও শরীয়তপুরের কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।

প্রশাসনের বিরুদ্ধে সন্দেহ

আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন,

“গোপালগঞ্জের আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে পূর্বানুমতি ও নিরাপত্তা ক্লিয়ারেন্স নিয়েও এ হামলা হয়েছে। প্রশাসন শুরু থেকেই কঠোর হলে পরিস্থিতি এড়ানো যেত। এ ঘটনায় প্রশাসনের ভূমিকাও তদন্তযোগ্য।”

তিনি বলেন,

“৫ আগস্টের পর থেকে গোপালগঞ্জে গণআন্দোলনের শত্রুদের ঘাঁটি তৈরি হয়েছে। সেখানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পলাতক নেতারা একত্রিত হয়ে এনসিপি ও গণঅভ্যুত্থান নেতাদের ওপর হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালিয়েছে।”

হামলার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে নাহিদ ইসলাম হুঁশিয়ার করে বলেন,

“এই দাবি অগ্রাহ্য করা হলে এনসিপি আরও কঠোর কর্মসূচিতে যাবে।”

এ হামলা প্রমাণ করেছে, গোপালগঞ্জে একচেটিয়া দখলদারিত্বের ভ্রান্ত ধারণা ভেঙে পড়ছে। গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াই অব্যাহত থাকবে বলেও জানান তিনি।