Home দেশ সংবাদ জুলাই সনদের দাবিতে নীলফামারীতে মুক্তিযোদ্ধা পরিবারগুলোর মানববন্ধন

জুলাই সনদের দাবিতে নীলফামারীতে মুক্তিযোদ্ধা পরিবারগুলোর মানববন্ধন

276
0
blank

নীলফামারী প্রতিনিধি:

“জুলাই ঘোষণার গেজেট প্রকাশ ও সনদ প্রদান” এবং “বৈষম্যের শিকার মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের বিচার” দাবিতে নীলফামারীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা। বুধবার (১০ জুলাই ২০২৫) সকাল ১১টায় জেলা শহরের চৌধুরী মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় অংশগ্রহণকারীরা ব্যানার, প্ল্যাকার্ড ও ছবি নিয়ে দাঁড়িয়ে ‘জুলাই সনদ শুধু দাবি নয়, এটা আমাদের অধিকার’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘যন্ত্রণাদগ্ধ শহীদ পরিবারকে স্বীকৃতি দিন’, ‘বৈষম্যের বিচার চাই’,—এমন সব স্লোগান দেন।

১. জুলাই মাসের ঘোষণাপত্র ও সনদ দ্রুত প্রদান করতে হবে।

২. আহত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে।

৩. শহীদ পরিবারের ওপর বৈষম্যমূলক আচরণের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০২৪ সালের ২৪ জুলাই যুদ্ধে আহত ও শহীদ পরিবারের সদস্যদের তালিকা জেলা প্রশাসকের কার্যালয়ে দাখিল করা হয়। কিন্তু দীর্ঘ এক বছরেও সনদ বা ঘোষণাপত্র দেওয়া হয়নি। এর ফলে তারা চিকিৎসা ও রাষ্ট্রীয় স্বীকৃতি থেকে বঞ্চিত হচ্ছেন।

“জুলাই সনদ শুধু দাবি নয়, এটা আমাদের অধিকার।”

“আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না।”

“যন্ত্রণাদগ্ধ শহীদ পরিবারকে স্বীকৃতি দিন।”

“বৈষম্যের বিচার চাই।”

মানববন্ধনের শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয় এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন না হলে পরবর্তী কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।