নিজস্ব প্রতিবেদক:
ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন ও টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রণীত “প্রস্তাবিত ভূমি জোনিং ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫”এর খসড়া চূড়ান্ত করতে আজ বুধবার, ৯ জুলাই ২০২৫ রাজধানীর ভূমি মন্ত্রণালয় সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় আন্তঃমন্ত্রণালয় ওয়াকিং কমিটির সদস্যবৃন্দ অংশ নেন। কর্মশালায় ভূমি ব্যবস্থার সুষ্ঠু পরিকল্পনা, কৃষি জমি রক্ষা, নগরায়ন নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ দিকগুলো বিবেচনায় এনে প্রস্তাবিত অধ্যাদেশের খসড়াটি পর্যালোচনা ও মতবিনিময় করা হয়।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. মো: মাহমুদ হাসান, অতিরিক্ত সচিব (জরিপ ও সায়রাত অনুবিভাগ) সায়মা ইউনুস, এনডিসি; অতিরিক্ত সচিব (আইন অনুবিভাগ) মো: আব্দুর রউফ, এনডিসি; অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) মো: এমদাদুল হক চৌধুরী এবং অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন অনুবিভাগ) মোহাম্মদ মাহফুজুর রহমানসহ মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভাপতির বক্তব্যে সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেন, “ভূমির যথাযথ শ্রেণিকরণ ও ব্যবস্থাপনায় যুগোপযোগী আইন প্রণয়ন জরুরি। প্রস্তাবিত অধ্যাদেশ দেশের কৃষি, পরিবেশ এবং নগর উন্নয়নের স্বার্থে একটি মাইলফলক হতে পারে।”
উল্লেখ্য, প্রস্তাবিত এই অধ্যাদেশ বাস্তবায়িত হলে কৃষি জমি অবৈধ রূপান্তর প্রতিরোধ, নগরায়ন পরিকল্পনায় স্বচ্ছতা এবং ভূমি সংক্রান্ত বিরোধ নিরসনে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।








