নীলফামারী প্রতিনিধি :
স্বাস্থ্য সহকারীদের পেশাগত মর্যাদা, বেতন স্কেল ও পদোন্নতি সংক্রান্ত ছয় দফা দাবির বাস্তবায়নে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, নীলফামারী জেলা শাখা। মঙ্গলবার ৮ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি আনজারুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মমিনুর রহমান।
দাবির পক্ষে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার এবং জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. খায়রুল আনাম। এছাড়াও বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক জিকরুল হক সম্রাট, ডিমলা উপজেলা সাধারণ সম্পাদক রবিউল করিম, জলঢাকা উপজেলার সাধারণ সম্পাদক মানিকুজ্জামান মানিক এবং কিশোরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম।
সাধারণ সম্পাদক মমিনুর রহমান জানান, “স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাব অনুসারে মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেডে পদোন্নতির সুযোগ—এই ছয় দফা দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি।”
তিনি আরও বলেন, “দাবিগুলো এখনও বাস্তবায়িত হয়নি। আজকের অবস্থান কর্মসূচি থেকে আমরা সরকারের প্রতি জোরালোভাবে আহ্বান জানাচ্ছি—দ্রুত এই দাবিগুলো কার্যকর করুন, অন্যথায় আন্দোলন আরও বিস্তৃত হবে।”








