Home খেলাধুলা ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক এখন জো রুট

ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক এখন জো রুট

334
0
blank

ক্রীড়া ডেস্ক:

ইংল্যান্ডের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করলেন জো রুট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে দেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন এই মিডল অর্ডার ব্যাটার।

(রোববার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ৩০৮ রান তোলে স্বাগতিকরা। রান তাড়ায় নেমে জো রুট ব্যাট হাতে দেখালেন ক্লাসিক ছন্দ। ৫২ বলে অর্ধশতক পূর্ণ করে নিজের ওয়ানডে ক্যারিয়ারের ৪৩তম হাফ-সেঞ্চুরির দেখা পান তিনি। এই ইনিংসেই তিনি টপকে যান ইংল্যান্ডের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ইউয়ন মরগানকে।

মরগান ২২৫টি ওয়ানডে ম্যাচে করেছিলেন ৬৯৫৭ রান। যেখানে ছিল ১৩টি শতক ও ৪২টি অর্ধশতক। রোববার রুট সেই রানের মাইলফলক অতিক্রম করেন এবং ইংল্যান্ডের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের আসনে বসেন।

ওয়ানডেতে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় এখন শীর্ষে রয়েছেন রুট। দ্বিতীয় স্থানে মরগান এবং তৃতীয় স্থানে ইয়ান বেল (৫৪১৬ রান)।

২০১৩ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় জো রুটের। ২০১৪ সালে তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এরপর থেকেই ধারাবাহিকভাবে ইংল্যান্ডের ব্যাটিং স্তম্ভ হয়ে ওঠেন তিনি। অংশ নিয়েছেন ২০১৫, ২০১৯ ও ২০২৩—টানা তিনটি ওয়ানডে বিশ্বকাপে।

তবে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় রুট এখনও অনেকটাই পিছিয়ে। বর্তমানে রয়েছেন ৪৭তম স্থানে। তালিকার শীর্ষে রয়েছেন ভারতের কিংবদন্তি শচিন টেন্ডুলকার, যার সংগ্রহ ১৮,৪২৬ রান—রুটের চেয়ে প্রায় ১১ হাজার রান বেশি।

তবু ইংল্যান্ডের জার্সিতে এই রেকর্ড গড়া জো রুটের জন্য এক ঐতিহাসিক মাইলফলক এবং ইংল্যান্ড ক্রিকেটের গর্বের মুহূর্ত।