Home দেশ সংবাদ নবীনগরে যৌথবাহিনীর অভিযানে কুখ্যাত ডাকাত মাঞ্জু গ্রেফতার

নবীনগরে যৌথবাহিনীর অভিযানে কুখ্যাত ডাকাত মাঞ্জু গ্রেফতার

70
0
blank

নবীনগর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার টিএনটি পাড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হয়েছে কুখ্যাত ডাকাত ও চাঁদাবাজ মাঞ্জু।

রোববার (২ জুন) রাত সাড়ে ৯টার দিকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নবীনগর আর্মি ক্যাম্প থেকে ক্যাপ্টেন ইমরান মাসুম সাব্বিরের (৩৩ বীর) নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় যৌথবাহিনীর উপস্থিতি আঁচ করতে পেরে মাঞ্জু পূর্ব পরিকল্পিতভাবে বাড়ির দ্বিতীয় তলার গ্রিল কেটে তৈরি করা একটি গোপন দরজা দিয়ে পাশের বাড়ির টিনের চালে লাফিয়ে পালানোর চেষ্টা করে। এরপর ছাদ থেকে ছাদে লাফিয়ে দৌঁড়াতে গেলে সেনাসদস্যরা ধাওয়া করে তাকে একটি বাড়ির ছাদ থেকে আটক করতে সক্ষম হন।

পরবর্তীতে মাঞ্জুর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে— ধারালো দেশীয় অস্ত্র, নগদ ও চেক মিলিয়ে আনুমানিক ৪ লাখ ৫০ হাজার টাকা, ২টি পাসপোর্ট এবং ৫টি মোবাইল ফোন।

গ্রেফতারের সময় মাঞ্জুর দুই শতাধিক অনুসারী দেশীয় অস্ত্রসহ যৌথবাহিনীর সদস্যদের ঘিরে ধরার চেষ্টা করে। তবে সেনাবাহিনীর কৌশলী ও সাহসী অভিযানের মুখে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

অভিযান শেষে মাঞ্জুকে জব্দকৃত মালামালসহ নবীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তার অনুসারীদের থানার আশপাশে ঘোরাফেরা করতে দেখা গেলে যৌথবাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের এলাকা ছাড়তে বাধ্য করে।

অভিযান প্রসঙ্গে ক্যাপ্টেন ইমরান মাসুম সাব্বির বলেন, “গোয়েন্দা তথ্য অনুযায়ী মাঞ্জু একজন চিহ্নিত অপরাধী। তিনি দীর্ঘদিন ধরে নবীনগর এলাকায় চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিলেন। তার পালানোর একটি সুপরিকল্পিত চেষ্টাও ছিল, তবে আমাদের প্রশিক্ষিত সদস্যদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সেটি ব্যর্থ হয় এবং সফলভাবে তাকে গ্রেফতার করা সম্ভব হয়। আইন-শৃঙ্খলা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, মাঞ্জুর বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।