ঢাকা, ২৩ জানুয়ারি, ২০২৬ (যমুনা সংবাদ): হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা আজ সারাদেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। বিদ্যা, জ্ঞান ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার আশীর্বাদ নিচ্ছেন অগণিত ভক্ত, শিক্ষার্থী ও শিক্ষক সমাজ।
প্রতিবছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বাগদেবীর আরাধনা অনুষ্ঠিত হয়। অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞান ও প্রজ্ঞার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আজ শিক্ষার্থীরা দেবীর পাদপদ্মে প্রণতি জানাচ্ছেন। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই পূজাকে কেন্দ্র করে বিরাজ করছে আলাদা উৎসাহ ও আবেগ।
সরস্বতী পূজা উপলক্ষ্যে আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। দিনটি ঘিরে বিভিন্ন টেলিভিশন চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে এবং জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমগুলো প্রকাশ করেছে বিশেষ নিবন্ধ ও ফিচার।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা শহর, মন্দির, মণ্ডপ ও শিক্ষাপ্রতিষ্ঠানে বাণী অর্চনাসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনের কেন্দ্রীয় মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে ধর্মীয় বিধি-বিধান অনুসরণ করে। পাশাপাশি জাতীয় প্রেসক্লাবেও সরস্বতী পূজার বিশেষ আয়োজন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠের কেন্দ্রীয় মণ্ডপ ছাড়াও বিভিন্ন বিভাগ ও আবাসিক হলের উদ্যোগে শৈল্পিক নকশায় নির্মিত অসংখ্য মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এসব মণ্ডপ উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে।
এছাড়া রাজধানীর রমনা কালীমন্দির ও মা আনন্দময়ী আশ্রম, সিদ্ধেশ্বরী কালীমন্দির, ওয়ারীর রামসীতা মন্দিরসহ পুরান ঢাকার অলিগলিতে দেবীর আরাধনায় মেতে উঠেছে হিন্দু সম্প্রদায়। মণ্ডপগুলোতে পুষ্পাঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণের পাশাপাশি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে।
শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।








