Home রাজনীতি বাবার কবর জিয়ারত করে গাজীপুর-২ এ ধানের শীষে প্রচারণা শুরু রনির

বাবার কবর জিয়ারত করে গাজীপুর-২ এ ধানের শীষে প্রচারণা শুরু রনির

5
0
blank

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর-২ সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি তাঁর বাবা প্রয়াত সাবেক মেয়র এম এ মান্নান স্যারের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টঙ্গী এলাকায় বিএনপি নেতা সালাউদ্দিন সরকারের বাসভবন থেকে তাঁর নির্বাচনী প্রচারণার কার্যক্রমের সূচনা হয়।

প্রচারণার প্রথম ধাপে এম মঞ্জুরুল করিম রনি সালাউদ্দিন সরকারের বাসভবনে পৌঁছে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় গাজীপুর মহানগর ও জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি নুরু হালিমুজ্জামান ননি, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী থানা বিএনপির সাবেক সভাপতি মাহবুবুল আলম শুকুর, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বশির উদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আসাদ।

এছাড়া উপস্থিত ছিলেন সাবেক মহানগর যুবদল নেতা প্রিন্স, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন।

পরে এম মঞ্জুরুল করিম রনি বিএনপির বর্ষীয়ান রাজনীতিবিদ ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকারের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গেও মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এক সদস্য বলেন, “গাজীপুর-২ আসন বিজয়ের মাধ্যমে আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি বড় উপহার দিতে চাই। মনোনয়ন না পেলেও আমরা সবাই বিএনপির সৈনিক। ঐক্যবদ্ধভাবে কাজ করে এম মঞ্জুরুল করিম রনিকে সংসদ সদস্য হিসেবে বিজয়ী করব।”

সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এর মধ্য দিয়ে গাজীপুর-২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে এম মঞ্জুরুল করিম রনির নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হলো।