গাজীপুর প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুর মহানগরীর টঙ্গীতে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের টানা আট ঘণ্টার বিশেষ অভিযানে হাতবোমা ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩৫ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত থেকে শুরু হওয়া এই অভিযান শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর পর্যন্ত চলে। অভিযানে টঙ্গীর এরশাদনগর ও কুখ্যাত মাদক স্পট হিসেবে পরিচিত হাজী মাজার বস্তি এলাকা ঘিরে তল্লাশি চালানো হয়।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে হাজী মাজার বস্তিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সরাসরি উপস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বস্তি এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ৫০০ গ্রাম হেরোইন, ৩৪৭টি ইয়াবা ট্যাবলেট, ২টি দেশীয় অস্ত্র ও ৩টি হাতবোমা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিস্ফোরক ও অস্ত্র স্থানীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি ছিল বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যাতে কোনো মহল বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অভিযান শেষে আটক ৩৫ জনকে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় হস্তান্তর করা হয়। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার দুপুরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে জানানো হয়।
এদিকে, জিএমপির টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান জানান, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ও অবৈধ অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।”
এই অভিযানে এলাকায় মাদক ও সন্ত্রাস দমনে প্রশাসনের কঠোর অবস্থানের প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা।








