গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার পলাশবাড়ীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান অভিযানের অংশ হিসেবে এই সাফল্য অর্জিত হয়।
র্যাব সূত্র জানায়, “বাংলাদেশ আমার অহংকার”—এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র্যাব অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলতে র্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে দায়িত্ব পালন করছে।
অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র্যাব-১৩ নিয়মিত গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৩ জানুয়ারি) রাত আনুমানিক ২টা ৫ মিনিটে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানটি পরিচালিত হয় গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন গাইবান্ধা-পলাশবাড়ীগামী সড়কের পাশে গড়েয়া ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায়। অভিযানকালে ঈদগাহের পশ্চিম পাশের ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করতে সক্ষম হয় র্যাব সদস্যরা।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, সমাজের শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে র্যাব-১৩ এর এ ধরনের অভিযান এবং গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।








