ছবি: পিআইডি
ঢাকা, ২২ জানুয়ারি ২০২৬ ( যমুনা সংবাদ ): রাষ্ট্র পরিচালনা ও জনসেবা কার্যক্রমে কার্যকর, স্বচ্ছ ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণে সমালোচনামূলক চিন্তা দক্ষতা (Critical Thinking Skills) অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। তিনি বলেন, তথ্যভিত্তিক বিশ্লেষণ ও যুক্তিনির্ভর সিদ্ধান্তের সক্ষমতা ছাড়া আধুনিক প্রশাসন পরিচালনা সম্ভব নয়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর ঢাকায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘Building Critical Thinking Skills’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালাটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজন করা হয়।
ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেন, বর্তমান বৈশ্বিক ও জাতীয় বাস্তবতায় প্রশাসনিক কর্মকর্তাদের কেবল নিয়ম-কানুন জানাই যথেষ্ট নয়; বরং সমস্যা চিহ্নিতকরণ, বিকল্প বিশ্লেষণ এবং যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা অর্জন করতে হবে। সমালোচনামূলক চিন্তা কর্মকর্তাদের মধ্যে দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বৃদ্ধি করে, যা সরাসরি জনসেবার মান উন্নয়নে ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের মধ্যে প্রশ্ন করার মানসিকতা, তথ্য যাচাইয়ের অভ্যাস এবং সিদ্ধান্তের দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনার সক্ষমতা তৈরি হলে নীতিনির্ধারণ ও বাস্তবায়ন আরও ফলপ্রসূ হবে।
কর্মশালায় সমালোচনামূলক চিন্তার মৌলিক ধারণা, ব্যবহারিক প্রয়োগ, প্রশাসনিক সিদ্ধান্তে এর ভূমিকা এবং সরকারি কার্যক্রমে এর কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের জন্য কেস স্টাডি, দলভিত্তিক আলোচনা ও ইন্টারঅ্যাকটিভ সেশনের মাধ্যমে বিষয়গুলো উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও অধিভুক্ত দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা নিয়মিত আয়োজন করা হবে।








