Home আন্তর্জাতিক সংবাদ শান্তির বোর্ডে আমন্ত্রণ: ট্রাম্পকে ধন্যবাদ জানালেন পুতিন

শান্তির বোর্ডে আমন্ত্রণ: ট্রাম্পকে ধন্যবাদ জানালেন পুতিন

6
0
blank

আন্তর্জাতিক ডেস্ক,

ঢাকা, ২২ জানুয়ারি ২০২৬ (যমুনা সংবাদ): যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে প্রস্তাবিত নতুন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘বোর্ড অব পিস’-এ যোগদানের আমন্ত্রণ পাওয়ায় তাকে ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা ব্রিকস নিউজসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

খবরে বলা হয়, বিশ্বে চলমান সংঘাত ও অস্থিরতা নিরসনে একটি নতুন শান্তি উদ্যোগ হিসেবে ট্রাম্প ‘বোর্ড অব পিস’ গঠনের প্রস্তাব দেন। এই উদ্যোগের আওতায় বিশ্ব প্রভাবশালী কয়েকজন রাষ্ট্রনেতাকে একটি পরামর্শ ও সমন্বয়মূলক বোর্ডে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। সেই প্রেক্ষাপটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানো হলে তিনি আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ক্রেমলিন সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন ট্রাম্পের আমন্ত্রণকে “কূটনৈতিক সৌজন্যের নিদর্শন” হিসেবে দেখছেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ইস্যুতে যেকোনো উদ্যোগে যুক্ত হওয়ার আগে এর কাঠামো, উদ্দেশ্য এবং বাস্তব প্রভাব গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। সে কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রস্তাবটি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং বিশ্বব্যাপী ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্পের এই ‘বোর্ড অব পিস’ উদ্যোগ আন্তর্জাতিক পরিসরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। একদিকে এটি শান্তি প্রতিষ্ঠার একটি বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে আলোচিত হচ্ছে, অন্যদিকে জাতিসংঘসহ বিদ্যমান আন্তর্জাতিক কাঠামোর সঙ্গে এর সম্পর্ক কী হবে—তা নিয়েও প্রশ্ন উঠছে।

ডোনাল্ড ট্রাম্প এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে প্রচলিত কূটনৈতিক ধারা থেকে ভিন্ন অবস্থান নিয়েছেন। এবারও তার এই উদ্যোগকে কেউ কেউ বাস্তবসম্মত শান্তি প্রচেষ্টা হিসেবে দেখছেন, আবার অনেকে এটিকে রাজনৈতিক কৌশল বলেও মনে করছেন।

রাশিয়ার অংশগ্রহণের সম্ভাবনা থাকলেও এখনো আনুষ্ঠানিকভাবে ‘বোর্ড অব পিস’-এ যোগদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি মস্কো। তবে পুতিনের ধন্যবাদ জ্ঞাপন ও আলোচনায় আগ্রহ প্রকাশ আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছে বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা।