Home আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট

5
0
blank

আন্তর্জাতিক ডেস্ক,

ওয়াশিংটন, ২১ জানুয়ারি ২০২৬ (যমুনা সংবাদ): যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট দেশটির কংগ্রেস ভবন ইউএস হাউস প্রাঙ্গণ দিয়ে হেঁটে যাওয়ার সময় সাংবাদিকদের একাধিক প্রশ্ন এড়িয়ে গেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডব্লিউআইও নিউজ (WION News), ব্রিকস নিউজ সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ও প্রতিবেদনে এ দৃশ্য উঠে এসেছে।

প্রতিবেদনে দেখা যায়, মার্কিন অর্থনীতি, বাজেট ঘাটতি, ঋণসীমা এবং সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যু নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ট্রেজারি সেক্রেটারি কোনো মন্তব্য না করেই দ্রুত সেখান থেকে সরে যান। তার এই নীরবতা তাৎক্ষণিকভাবে দেশটির রাজনৈতিক অঙ্গন ও আন্তর্জাতিক মিডিয়ায় আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি, সুদের হার, সরকারি ঋণ ও আসন্ন রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে এক সংবেদনশীল সময় পার করছে। এমন প্রেক্ষাপটে ট্রেজারি সেক্রেটারির প্রকাশ্য মন্তব্য এড়িয়ে যাওয়া প্রশাসনের কৌশলগত সিদ্ধান্ত হতে পারে। তবে সমালোচকরা বলছেন, গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রশ্নে সাংবাদিকদের এড়িয়ে যাওয়া স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তৈরি করে।

এদিকে হোয়াইট হাউস বা ট্রেজারি বিভাগের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, কংগ্রেসে চলমান আলোচনা ও নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত গণমাধ্যমে মন্তব্য না করাই ছিল বেসেন্টের অগ্রাধিকার।

উল্লেখ্য, স্কট বেসেন্ট যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বৈশ্বিক অর্থনীতি, ডলার নীতি, আন্তর্জাতিক বাণিজ্য এবং মিত্র দেশগুলোর সঙ্গে আর্থিক সম্পর্ক রক্ষায় তার দপ্তরের সিদ্ধান্তগুলো বিশ্বব্যাপী প্রভাব ফেলে। ফলে তার প্রকাশ্য বক্তব্য বা নীরবতা—উভয়ই আন্তর্জাতিক পরিসরে গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়।

সাম্প্রতিক এই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নীতি ও প্রশাসনের যোগাযোগ কৌশল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।