Home আন্তর্জাতিক সংবাদ কানাডাকে কড়া সতর্কতা ট্রাম্পের: ‘যুক্তরাষ্ট্র ছাড়া টিকে থাকা কঠিন’

কানাডাকে কড়া সতর্কতা ট্রাম্পের: ‘যুক্তরাষ্ট্র ছাড়া টিকে থাকা কঠিন’

5
0
blank

ডেভস, সুইজারল্যান্ড | ২১ জানুয়ারি ২০২৬ ( যমুনা সংবাদ ): যুক্তরাষ্ট্র ও কানাডার দীর্ঘদিনের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়েছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের (WEF) ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে লক্ষ্য করে কড়া ভাষায় সতর্কবার্তা উচ্চারণ করেছেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা ব্রিকস নিউজসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে।

ট্রাম্প বলেন, “কানাডা যুক্তরাষ্ট্রের কারণেই টিকে আছে। এটা মনে রাখবে, মার্ক।”

তার এই মন্তব্য বিশ্ব কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের বক্তব্য শুধু কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনই নয়, বরং এটি দুই প্রতিবেশী দেশের সম্পর্কে গভীর চাপের ইঙ্গিত বহন করে।

প্রসঙ্গত, এর আগে ডেভসের মঞ্চে দেওয়া বক্তব্যে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, বর্তমান বিশ্ব ব্যবস্থা একটি “রূপান্তর নয়, বরং ভাঙনের মধ্য দিয়ে যাচ্ছে”। তিনি মধ্যম শক্তির দেশগুলোকে একতাবদ্ধ হয়ে আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থাকে রক্ষা করার আহ্বান জানান। কার্নির এই বক্তব্যকে যুক্তরাষ্ট্রের বর্তমান বৈদেশিক নীতির পরোক্ষ সমালোচনা হিসেবেও দেখা হচ্ছে।

ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে কানাডার সঙ্গে বাণিজ্য ভারসাম্য, প্রতিরক্ষা ব্যয় এবং সীমান্ত নিরাপত্তা ইস্যুতে অসন্তোষ প্রকাশ করে আসছে। বিশেষ করে নতুন শুল্ক আরোপ এবং বাণিজ্য সুবিধা পুনর্মূল্যায়নের হুমকি দুই দেশের সম্পর্কে টানাপোড়েন বাড়িয়েছে।

অন্যদিকে, কানাডা যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে ইউরোপ ও এশিয়ার সঙ্গে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক জোরদারের চেষ্টা করছে। ট্রাম্পের এই প্রকাশ্য মন্তব্য সেই প্রচেষ্টাকে আরও ত্বরান্বিত করতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

বিশ্ব রাজনীতির পর্যবেক্ষকদের মতে, এই বক্তব্য শুধু যুক্তরাষ্ট্র–কানাডা সম্পর্কেই নয়, বরং উত্তর আমেরিকার সামগ্রিক কূটনৈতিক ভারসাম্যের ওপরও প্রভাব ফেলতে পারে। বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ঘনিষ্ঠ মিত্রদের মধ্যকার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।