Home বাংলাদেশ গণভোটে ‘হ্যাঁ’ না দিলে সুযোগ হারাবে দেশ: উপদেষ্টা সাখাওয়াত

গণভোটে ‘হ্যাঁ’ না দিলে সুযোগ হারাবে দেশ: উপদেষ্টা সাখাওয়াত

4
0
blank

পঞ্চগড়, ২০ জানুয়ারি ২০২৬ | আব্দুল মালেক

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন বলেছেন, আসন্ন গণভোটে জনগণ যদি ‘হ্যাঁ’ ভোট না দেয়, তাহলে দেশের পরিবর্তনের সুযোগ নষ্ট হবে এবং বাংলাদেশ আবারও অতীতের একই অবস্থায় ফিরে যাবে।

মঙ্গলবার বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “বাংলাদেশকে পরিবর্তন করতে হলে, সরকার পরিচালনায় অতীতের ভুলগুলো থেকে বেরিয়ে আসতে হলে এবং পুরোনো ধাঁচের শাসনব্যবস্থায় ফিরে না যেতে হলে জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। এটা কোনো অপশন নয়, এটা মাস্ট।”

তিনি আরও বলেন, “এত রক্তের বিনিময়ে যে সুযোগটি এসেছে, যদি আমরা ‘হ্যাঁ’তে সিল না দিই, তাহলে সেই সুযোগ আমরা নিজেরাই হারাবো। এটা মনে করার কোনো কারণ নেই যে পরিবর্তন অটোমেটিক্যালি হয়ে যাবে।”

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এম. সাখাওয়াত হোসেন বলেন, “আমাদের উপমহাদেশের ভৌগোলিক ও কূটনৈতিক বাস্তবতা একেক দেশের ক্ষেত্রে একেক রকম। চীনের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পরিকল্পনা বাস্তবসম্মত নয়। চীনে যেতে হলে নেপাল বা ভুটানের মাধ্যমে যেতে হবে।”

তবে তিনি জানান, নেপাল ও ভুটান যদি সমুদ্রবন্দর ব্যবহারে আগ্রহী হয়, সে ক্ষেত্রে বাংলাদেশের মংলা বন্দর সংযুক্ত করা যেতে পারে।

বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম সম্পর্কে উপদেষ্টা বলেন, “স্থলবন্দর কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পাথর আমদানি বন্ধ হয়নি। ভুটান, নেপাল ও ভারত থেকেও পণ্য আসছে। পাথর ব্যবসায়ীদের জন্য কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়নি।”

যাত্রী চলাচল কমে যাওয়ার বিষয়ে তিনি বলেন, “এটা শুধু বাংলাবান্ধা নয়, সারা দেশেই যাত্রী চলাচল কমেছে। এর প্রধান কারণ ভারতীয় ভিসা জটিলতা। বিভিন্ন কারণে ভারত ভিসা দিচ্ছে না, ফলে যাতায়াতও কমেছে।”

তিনি আশা প্রকাশ করে বলেন, “পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে। সামনে নির্বাচন শেষে নতুন সরকার দায়িত্ব নিলে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত হবে বলে আমরা আশা করছি।”