Home দেশ সংবাদ যশোরে পতিতালয় এলাকায় ইয়াবা বাণিজ্য চরমে

যশোরে পতিতালয় এলাকায় ইয়াবা বাণিজ্য চরমে

3
0
blank

যশোর প্রতিনিধি:

যশোর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কোতোয়ালি মডেল থানার পেছনের পতিতালয় এলাকায় প্রকাশ্যে ইয়াবা বাণিজ্য ভয়াবহ আকার ধারণ করেছে। রিপন ও সঞ্জয় নামের দুই মাদক ব্যবসায়ীকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বড় বাজারসহ শহরের বিভিন্ন এলাকায় ইয়াবার অবৈধ রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ উঠেছে। এসব কার্যক্রমের অন্যতম ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে পতিতালয় এলাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোতোয়ালি থানার পেছনের সড়ক ও পতিতালয়ের ভেতরে দিনে-দুপুরে প্রকাশ্যে ইয়াবা কেনাবেচা হচ্ছে। এ নিয়ে প্রায়ই মাদক ব্যবসায়ীদের মধ্যে মারামারি ও বিশৃঙ্খলার ঘটনা ঘটছে। ফলে এলাকাজুড়ে তৈরি হয়েছে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, পতিতালয়ে বসবাসকারী ঘরালী ও সেখানে অবস্থানরত নারীরা মাদক ব্যবসায়ীদের ভয়ভীতি, হুমকি ও আগ্রাসী আচরণের কারণে কার্যত জিম্মি হয়ে পড়েছেন। প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না কেউই। অনেক ক্ষেত্রে মাদক কারবারে বাধা দিলেই ভয় দেখানো ও শারীরিক নির্যাতনের অভিযোগও রয়েছে।

ইয়াবা ব্যবসায়ী রিপন-সঞ্জয়সহ তাদের সহযোগীরা যশোর বড় বাজারের আনাচে-কানাচে মাদক সরবরাহ করলেও মূল নিয়ন্ত্রণ ও নিরাপদ আশ্রয় হিসেবে পতিতালয় এলাকাকেই ব্যবহার করছে। থানার একেবারে সন্নিকটে এমন অবাধ মাদক বাণিজ্য চলতে থাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।

অভিযোগ রয়েছে, ইতোমধ্যে পতিতালয়ের কয়েকজন ঘরালী বিষয়টি লিখিতভাবে সদর ফাঁড়িতে জানালেও পুলিশ এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই নীরবতা ও উদাসীনতা মাদক ব্যবসায়ীদের আরও বেপরোয়া করে তুলছে বলে মনে করছেন স্থানীয়রা।

এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে এবং যশোর শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি ঘটতে পারে। সচেতন মহল অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছে।