Home আন্তর্জাতিক সংবাদ ডেনিশ এমইপির কড়া মন্তব্যে যুক্তরাষ্ট্র–ইউরোপ সম্পর্কে নতুন উত্তেজনা

ডেনিশ এমইপির কড়া মন্তব্যে যুক্তরাষ্ট্র–ইউরোপ সম্পর্কে নতুন উত্তেজনা

5
0
blank

আন্তর্জাতিক ডেস্ক,

স্ট্রাসবুর্গ, ফ্রান্স | ২০ জানুয়ারি ২০২৬ (যমুনা সংবাদ): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে ইউরোপীয় পার্লামেন্টের এক ডেনিশ সদস্যের কড়া ও অশালীন মন্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) ইউরোপীয় পার্লামেন্টের অধিবেশনে ডেনমার্কের এমইপি আন্ডার্স ভিসটিসেন প্রকাশ্যে প্রেসিডেন্ট ট্রাম্পকে “F*** off” বলে মন্তব্য করেন।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা BRICS News জানায়, স্থানীয় সময় দুপুরের দিকে ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্ট ভবনে চলমান অধিবেশনে গ্রিনল্যান্ড ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।

ভিসটিসেন তার বক্তব্যে বলেন, গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং এটি কোনোভাবেই যুক্তরাষ্ট্রের অধিভুক্ত হওয়ার বিষয় নয়। তিনি জোর দিয়ে বলেন, “গ্রিনল্যান্ড কোনো সম্পত্তি নয় যে দরকষাকষি করে কেনাবেচা করা যাবে।” ট্রাম্পের পূর্ববর্তী মন্তব্য ও অবস্থানকে ‘অগ্রহণযোগ্য হস্তক্ষেপ’ হিসেবে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প এর আগেও একাধিকবার কৌশলগত ও নিরাপত্তাজনিত কারণে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার আগ্রহ প্রকাশ করেছিলেন। সেই প্রস্তাব ডেনমার্ক সরকার সরাসরি প্রত্যাখ্যান করে এবং ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন মহলেও সমালোচনার জন্ম দেয়।

ইউরোপীয় পার্লামেন্টের কয়েকজন সদস্য ভিসটিসেনের বক্তব্যের ভাষা নিয়ে আপত্তি জানালেও অনেকেই বিষয়টিকে ইউরোপের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার প্রতীকী প্রতিবাদ হিসেবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রকাশ্যে এমন তীব্র ভাষা ব্যবহার ট্রান্সআটলান্টিক কূটনীতিতে বিরল হলেও এটি যুক্তরাষ্ট্র–ইউরোপ সম্পর্কে জমে থাকা অসন্তোষের বহিঃপ্রকাশ।

এ ঘটনায় এখন পর্যন্ত হোয়াইট হাউস বা মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘটনাটি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।