গাইবান্ধা প্রতিনিধি :
গণভোট ২০২৬ ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের আস্থা বৃদ্ধি, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিতকরণ এবং গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সভা চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মী হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দিতে শুরু করলে সভাস্থলে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চললেও স্লোগান অব্যাহত থাকায় প্রধান অতিথি ড. আসিফ নজরুল তাঁর বক্তব্য শেষ না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় সভার কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হয়। তবে আয়োজকরা জানান, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের মতবিনিময় ও জনসচেতনতামূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সভায় জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ এবং সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।








