আন্তর্জাতিক ডেস্ক, ১৬ জানুয়ারি ২০২৫ (যমুনা সংবাদ): পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলছেন, আফগান তালেবান এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর মধ্যে গাঁটছড়ার ঠোস প্রমাণ রয়েছে। তিনি সতর্ক করেছেন যে, দেশের নিরাপত্তা এবং শান্তি বিনষ্টের যেকোনো চেষ্টা সহ্য করা হবে না। “দেশে সন্ত্রাসবাদের যে বিষবৃক্ষ আবার মাথা উঁচু করছে, তাকে ২০১৮ সালের মতো কঠোর হাতে উপড়ে ফেলা হবে।”
শরিফ আরও বলেছেন, প্রয়োজন হলে সন্ত্রাসীদের ভারত মহাসাগরে ডুবিয়ে দেওয়া হবে।
বিশ্লেষকরা বলছেন, আফগান সীমান্তবর্তী অঞ্চলে টিটিপির পুনরুত্থান শুধু পাকিস্তানের নয়, দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্যও উদ্বেগের বিষয়। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে টিটিপি দেশটিতে হামলা চালাচ্ছে।
শরিফের এই ঘোষণা কেবল রাজনৈতিক হুঁশিয়ারি নয়, বরং কঠোর সামরিক এবং কূটনৈতিক পদক্ষেপের ইঙ্গিত। আন্তর্জাতিক মহলেও বিষয়টি নতুনভাবে আলোচনায় এসেছে, বিশেষ করে আফগান তালেবানের ভূমিকা ও দায়বদ্ধতা নিয়ে।
পাকিস্তান সরকার স্পষ্ট করেছে—সন্ত্রাসবাদের বিষয়ে আপস হবে না। আফগান তালেবান ও টিটিপির কথিত গাঁটছড়া প্রমাণিত হলে তা আঞ্চলিক নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতিকে নতুনভাবে জটিল করবে।








