Home আন্তর্জাতিক সংবাদ চীন–কানাডা কৌশলগত অংশীদারত্বে নতুন যুগ

চীন–কানাডা কৌশলগত অংশীদারত্বে নতুন যুগ

5
0
blank

আন্তর্জাতিক ডেস্ক, ১৬ জানুয়ারি ২০২৬ (যমুনা সংবাদ): আন্তর্জাতিক সংবাদ সংস্থা ব্রিকস নিউজ ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদ সংস্থার তথ্যমতে, চীনের রাজধানী বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এই বৈঠকের মধ্য দিয়ে চীন ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন এক কৌশলগত অধ্যায়ে প্রবেশ করেছে।

বৈঠক শেষে দুই দেশ নতুন কৌশলগত অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর করেছে। চুক্তির মূল লক্ষ্য হলো বাণিজ্য, বিনিয়োগ, শিল্প সহযোগিতা এবং অর্থনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করা। উভয় দেশই বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় পারস্পরিক সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে একমত হয়েছে।

এই অংশীদারত্বের আওতায় চীন কানাডীয় নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। ফলে পর্যটন, শিক্ষা ও ব্যবসায়িক যোগাযোগে গতি আসবে বলে আশা করা হচ্ছে।

বাণিজ্য ক্ষেত্রে বড় ধরনের সমঝোতার অংশ হিসেবে কানাডা চীনা বৈদ্যুতিক যানবাহনের (EVs) ওপর আরোপিত ১০০ শতাংশ শুল্ক প্রত্যাহারে সম্মত হয়েছে। এর বিপরীতে চীন কানাডার কৃষিপণ্যের ওপর শুল্ক কমাতে রাজি হয়েছে, যা কানাডার কৃষিখাত ও রপ্তানি বাজারের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

বৈঠক শেষে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, “চীনের সঙ্গে এই অংশীদারত্ব আমাদের নতুন বিশ্বব্যবস্থার জন্য ভালোভাবে প্রস্তুত করবে।” বিশ্লেষকদের মতে, এই চুক্তি শুধু দুই দেশের সম্পর্কেই নয়, বরং বৈশ্বিক বাণিজ্য ও কূটনীতিতেও উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।