Home বাংলাদেশ ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যেই আইনসভার উচ্চকক্ষ: আলী রীয়াজ

ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যেই আইনসভার উচ্চকক্ষ: আলী রীয়াজ

4
0
blank

ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

রংপুর, ১৫ জানুয়ারি ২০২৬ (যমুনা সংবাদ): রাষ্ট্রক্ষমতায় ভারসাম্য প্রতিষ্ঠা এবং একক কর্তৃত্বের অবসান ঘটাতেই আইনসভার উচ্চকক্ষ গঠনের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, আসন্ন গণভোটে জনগণ রায় দিলে আইনসভায় নাগরিকদের প্রতিটি ভোটের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। একই সঙ্গে সংবিধান সংশোধন ও রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসবে।

বুধবার রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক আলী রীয়াজ।

রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম এবং রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, বিদ্যমান সংবিধানিক কাঠামোয় প্রধানমন্ত্রীর হাতে নির্বাহী, সংসদীয় ও দলীয় নেতৃত্ব—সব ক্ষমতা কেন্দ্রীভূত। এই ক্ষমতার এককেন্দ্রিক ব্যবস্থাই ফ্যাসিবাদের জন্ম দেয়। সে কারণেই জুলাই সনদে একজন ব্যক্তির প্রধানমন্ত্রী থাকার মেয়াদ সর্বোচ্চ ১০ বছরে সীমিত করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সাংবিধানিক ও আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং সংসদীয় কমিটিতে বিরোধী দলের অংশগ্রহণ বাড়ানোর কথা বলা হয়েছে।

গণভোটের প্রচার কার্যক্রমের মূখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেন, ভোটের দিন গোলাপি রঙের ব্যালটে ‘টিক’ চিহ্নে সিল দিয়ে একটি ভারসাম্যপূর্ণ শাসনব্যবস্থা ও সুশাসিত বাংলাদেশের পথে এগিয়ে যেতে হবে

বিশেষ অতিথির বক্তব্যে মনির হায়দার বলেন, যারা জুলাই সনদের পক্ষে নয়, তারা কার্যত ফ্যাসিবাদের পক্ষেই অবস্থান নিয়েছে। তিনি অভিযোগ করেন, গত ১৬ বছরে সাংবিধানিক কাঠামোর মধ্যেই একটি দানবীয় শাসনব্যবস্থা তৈরি করা হয়েছিল। জুলাই সনদ ও গণভোটকে ব্যর্থ করতে সংঘবদ্ধ অপপ্রচার চালানো হচ্ছে বলেও তিনি দাবি করেন এবং এসব অপপ্রচারের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশনা দেন।

ধর্ম সচিব মো. কামাল উদ্দিন বলেন, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হওয়ায় বারবার প্রজাতন্ত্রের কর্মচারীরা মর্যাদা হারিয়েছে। সুশাসন প্রতিষ্ঠায় জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম বলেন, বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে গণভোটের বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

রংপুর বিভাগীয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিভাগের সব জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।