Home আন্তর্জাতিক সংবাদ রাশিয়া: মার্কিন যুক্তরাষ্ট্রের মাদুরো গ্রেপ্তার আন্তর্জাতিক আইনের লঙ্ঘন

রাশিয়া: মার্কিন যুক্তরাষ্ট্রের মাদুরো গ্রেপ্তার আন্তর্জাতিক আইনের লঙ্ঘন

6
0
blank

আন্তর্জাতিক ডেস্ক

মস্কো, ১৪ জানুয়ারি ২০২৬ ( যমুনা সংবাদ):  রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্রের মাদুরো গ্রেপ্তার অভিযান আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। তিনি বলেন, এটি ভেনেজুয়েলার সার্বভৌমত্বে আঘাত এবং দীর্ঘদিনের আন্তর্জাতিক শৃঙ্খলাকে ভঙ্গ করার একটি ভয়ঙ্কর উদাহরণ।

ল্যাভরভ আরও বলেন, এমন ধরনের উদ্যোগ বিশ্বব্যাপী বিশ্বাসযোগ্যতা ও আন্তর্জাতিক শান্তি ঝুঁকিতে ফেলে, এবং রাশিয়া ভেনেজুয়েলার পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেক দেশও এই ঘটনাকে আইনের পরিপন্থী হিসেবে দেখেছে এবং শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছে।

উল্লেখ্য, এই ঘটনা “অপারেশন অ্যাবসলিউট রেজলভ” অভিযানের অংশ হিসেবে সংঘটিত হয়, যার ফলে মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রে আনা হয় এবং আইনজীবী ও আন্তর্জাতিক সংগঠনগুলো থেকে তীব্র নিন্দা আসে।