Home দেশ সংবাদ জাজিরায় ককটেল বিস্ফোরণ: নিহত ৩, র‍্যাবের অভিযানে গ্রেফতার ৫

জাজিরায় ককটেল বিস্ফোরণ: নিহত ৩, র‍্যাবের অভিযানে গ্রেফতার ৫

10
0
blank

শরীয়তপুর জেলা প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে হাতবোমা (ককটেল) তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় র‍্যাব-৮ এর টানা অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তিনজন নিহত ও দুজন গুরুতর আহত হন, যা পুরো এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

র‍্যাব সূত্র জানায়, গত ৮ জানুয়ারি ভোরে বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারী কান্দি এলাকায় একটি বসতঘরের ভেতরে ককটেল প্রস্তুতের সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ঘরটির টিনের চাল ও বেড়া সম্পূর্ণভাবে ছিন্নভিন্ন হয়ে যায়।

বিস্ফোরণের পরপরই প্রায় ৫০০ গজ দূরে একটি রসুন ক্ষেতে পড়ে থাকা অবস্থায় সোহান বেপারী (৩২)-এর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ঘটনাস্থলেই নিহত হন। একই ঘটনায় গুরুতর আহত হন নবীন সরদার (২২) ও নয়ন মোল্লা (২৩)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে নবীন সরদার ওই দিন বিকালেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরদিকে নয়ন মোল্লা দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে মারা গেছেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

ঘটনার পরপরই বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে পড়ে থাকা অবিস্ফোরিত ককটেল উদ্ধার ও নিষ্ক্রিয় করে। এ ঘটনায় জাজিরা থানায় Explosive Substances Act, 1908 অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়।

মামলার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‍্যাব-৮ পৃথক তিনটি বিশেষ অভিযানে শরীয়তপুর ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে

মাহমুদুল ব্যাপারী (৩২), সুজন ব্যাপারী (৩২), ছিদাম বেপারী (৪০), রনি ভূঁইয়া (৩০) এবং মোমিন ভূঁইয়া (২২)-কে গ্রেফতার করে।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একই আইনে একাধিক মামলা রয়েছে এবং কয়েকজনের বিরুদ্ধে পূর্বের গ্রেফতারি পরোয়ানাও কার্যকর ছিল।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের শরীয়তপুর জেলার পালং থানায় হস্তান্তর করা হয়েছে। বিস্ফোরণের পেছনের নেটওয়ার্ক, উদ্দেশ্য ও পলাতক জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।