Home বাংলাদেশ বাংলাদেশ ও ভারতে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা: মকর সংক্রান্তিতে সম্প্রীতির বার্তা

বাংলাদেশ ও ভারতে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা: মকর সংক্রান্তিতে সম্প্রীতির বার্তা

8
0
blank

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা, ১৪ জানুয়ারি ২০২৬ (যমুনা সংবাদ) : বাংলাদেশ ও ভারতে বসবাসরত সকল হিন্দু ধর্মাবলম্বী ভাইবোনদের মকর সংক্রান্তি উপলক্ষে শুভেচ্ছা জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলা হয়, সূর্যের উত্তরায়ণ ও নতুন ফসলের আগমনের এই উৎসব সবার জীবনে আলোকিত আনন্দ ও শান্তি বয়ে আনুক।

বার্তায় উল্লেখ করা হয়, সূর্যের আলোয় আলোকিত হোক সবার জীবন, পিঠে-পুলি ও ঘুড়ির উৎসবে আনন্দে মেতে উঠুক প্রতিটি পরিবার। মকর সংক্রান্তি কেবল একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটি উপমহাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য, সামাজিক সম্প্রীতি ও পারিবারিক বন্ধনের প্রতীক।

বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক সম্পর্ক, পারস্পরিক সৌহার্দ্য এবং ধর্মীয় সহাবস্থানের প্রেক্ষাপটে এই শুভেচ্ছা বার্তাকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উৎসবের মধ্য দিয়ে ভ্রাতৃত্ববোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা আরও জোরালো হয় বলে মত বিশ্লেষকদের।

মকর সংক্রান্তি উপলক্ষে উভয় দেশেই হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে চলছে উৎসবের আয়োজন—পিঠা-পুলি তৈরি, ঘুড়ি ওড়ানো এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হচ্ছে এই ঐতিহ্যবাহী দিন।