জেলা প্রতিনিধি, নীলফামারী:
সমাজে নৈতিকতা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই অসামাজিক ও অনৈতিক কার্যক্রম পরিচালনার অভিযোগে ‘হ্যাপি প্যালেস মিনি পার্ক’ নামে একটি বিনোদন পার্ক সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে পার্কটির মালিককে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী ইউনিয়নে অবস্থিত পার্কটিতে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালিত হয়। স্থানীয়দের একাধিক অভিযোগের ভিত্তিতে প্রশাসন সরেজমিনে তদন্তে গিয়ে পার্কটিতে অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ পায়। অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটি সিলগালা এবং মালিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, পার্কটির মালিক ওয়াজেদুর রহমান (পিতা: হামিদুর রহমান), গ্রাম—সোনাকুড়ি, রণচন্ডী ইউনিয়ন। অনৈতিক কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় অনুমোদন না থাকার দায়ে তাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানজিম আঞ্জুম সোহানিয়া। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান ও উপপরিদর্শক (এসআই) কাজী রিপনসহ পুলিশের একটি দল।
উপজেলা নির্বাহী অফিসার তানজিম আঞ্জুম সোহানিয়া অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রকাশ্যে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম পরিচালনার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় পার্কটি সিলগালা করা হয়েছে এবং মালিককে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সমাজবিরোধী ও অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
এদিকে প্রশাসনের এই কঠোর পদক্ষেপে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয়রা বলেন, এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড যুবসমাজ ও সামাজিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি। প্রশাসনের দৃঢ় অবস্থান সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশাসন সূত্রে আরও জানা গেছে, ভবিষ্যতেও অনুমোদনহীন ও অনৈতিক কার্যক্রমে জড়িত কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে ছাড় দেওয়া হবে না।








