নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ১ হাজার ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম হেরোইন, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা।
গ্রেফতারকৃতরা হলেন সৈয়দপুর উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামের খুরশিদ (৩২) ও মাহতাব আলম (৩৫)। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সৈয়দপুরসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ জানুয়ারি নীলফামারী জেলার পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম)-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মতলুবর রহমান-এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুরশিদের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সেখান থেকে উল্লিখিত ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুইজনকে গ্রেফতার করা হয়।
সৈয়দপুর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৩৬(১) সারণির ১০(ক)/৮(খ)/৪১ ধারায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য আদালতের মাধ্যমে ধ্বংস করা হবে বলেও জানায় পুলিশ।
পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।








