Home রাজনীতি ইনসাফের লড়াইয়ে সাংবাদিকদের পাশে থাকার ডাক—আল ফারুক আব্দুল লতিফ

ইনসাফের লড়াইয়ে সাংবাদিকদের পাশে থাকার ডাক—আল ফারুক আব্দুল লতিফ

26
0
blank

নিজস্ব প্রতিনিধি, নীলফামারী :

নীলফামারীতে ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আন্দোলনে সাংবাদিক সমাজকে সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং নীলফামারী-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে নীলফামারী প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা শাখার শহর আমির মো. আনারুল ইসলাম, শহর সেক্রেটারি, জেলা ও শহর পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

মতবিনিময় সভায় অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বলেন, “আগামী দিনে বাংলাদেশে একটি উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশা দেশের মানুষের। সেই নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটবে।”

তিনি নীলফামারী-২ আসনের সার্বিক উন্নয়নের কথা তুলে ধরে বলেন, নীলফামারীকে একটি আধুনিক ও পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

সাংবাদিকদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে দাঁড়িয়ে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের যে লড়াই—সেখানে সাংবাদিক সমাজের দায়িত্ব ও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যাশা করি, গণমাধ্যম সবসময় দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে সত্য তুলে ধরবে।”

এ সময় নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান বাড্ডা, সাধারণ সম্পাদক নুর আলমসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে মতামত তুলে ধরেন।

মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় রাজনীতি, নির্বাচন, উন্নয়ন পরিকল্পনা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা হয়।