বাদশা সেকেন্দার ভুট্টো,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলায় স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে ডিমলা পোস্ট অফিস মোড়স্থ ডিমলা ইউনিয়ন জামায়াত কার্যালয়ের হলরুমে আয়োজিত এই সৌহার্দ্যপূর্ণ চা-চক্র ও মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
ডিমলা ইউনিয়ন জামায়াতের আমির ও প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাওলানা নুর মোবাশ্বেরের সঞ্চালনায় এবং উপজেলা আমির অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম, ডিমলা উপজেলা সেক্রেটারি মাওলানা রুকনুজ্জামান, উপজেলা নায়েবে আমির অধ্যাপক হাবিবুর রহমান, ডোমার উপজেলা সেক্রেটারি মাওলানা রবিউল আলম, ডিমলা উপজেলা সহ-সেক্রেটারি অধ্যক্ষ আনোয়ার হোসেন লেবু এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ডিমলা উপজেলা শাখার সভাপতি মো. রহমত আলীসহ দলীয় নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, দুর্নীতিবিরোধী সমাজ ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা গঠনের অঙ্গীকারই বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির মূল দর্শন। তিনি বলেন, দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতিই করে না—এটি নৈতিকতা, মানবিকতা ও রাষ্ট্রীয় কাঠামোকেও ধ্বংস করে দেয়। দুর্নীতিমুক্ত সমাজ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
তিনি আরও বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকরা যদি সাহসিকতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সত্য তুলে ধরেন, তাহলে সমাজে অন্যায়, অনিয়ম ও দুর্নীতি টিকে থাকা কঠিন হয়ে পড়ে। এ সময় তিনি ডিমলার সাংবাদিকদের পেশাদার ও সাহসী ভূমিকার প্রশংসা করেন।
সভায় অংশগ্রহণকারী বক্তারা বলেন, দেশ ও জাতিকে এগিয়ে নিতে হলে সর্বপ্রথম দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি গণতন্ত্র, সুশাসন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।
সৌহার্দ্যপূর্ণ এই চা-চক্র ও মতবিনিময় সভায় সমসাময়িক রাজনীতি, রাষ্ট্র পরিচালনা, সামাজিক বৈষম্য, দুর্নীতি দমন এবং সাংবাদিকতার ভূমিকা নিয়ে উন্মুক্ত আলোচনা হয়, যা উপস্থিত সাংবাদিকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।








