Home দেশ সংবাদ বাংলার বন্ধু উন্নয়ন সংস্থা’র ব্যতিক্রমী মানবিক পদক্ষেপ

বাংলার বন্ধু উন্নয়ন সংস্থা’র ব্যতিক্রমী মানবিক পদক্ষেপ

181
0
blank

রংপুর প্রতিনিধি:

রংপুরের কাউনিয়া উপজেলায় উদীয়মান একটি সংগঠন ‘বাংলার বন্ধু উন্নয়ন সংস্থা’ ক্রমেই মানবিক সমাজ পরিবর্তনের অনন্য রূপক হিসেবে আবির্ভূত হচ্ছে। পরিবেশ রক্ষা, দারিদ্র্য বিমোচন, নারী-যুব উন্নয়ন এবং মাদকবিরোধী সচেতনতায় ধারাবাহিকভাবে সক্রিয় এ সংগঠনটি এখন এলাকাবাসীর ভরসার নাম।

শুক্রবার (২৫ জুলাই) সকালে সংস্থার উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় ১০০টি ফলজ, ঔষধি ও ফুলের চারা বিতরণ করা হয়। এতে অংশ নেন সংগঠনের উপদেষ্টা রবিউল ইসলাম, সহ-উদ্যোক্তা ইমরানসহ একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক এবং শিক্ষার্থী।

চারা বিতরণ কার্যক্রমের মধ্য দিয়ে সংগঠনটি পরিবেশ-সচেতন সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করে। এটি শুধু প্রতীকী কর্মসূচি নয়, বরং সবুজ বিপ্লবের হাতছানি।

বাংলার বন্ধু উন্নয়ন সংস্থা বৃক্ষরোপণের বাইরে আরও বহু মানবিক কার্যক্রম বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে:

* অসহায় ও দুস্থ পরিবারের জন্য নগদ আর্থিক সহায়তা,

* নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে সেলাই প্রশিক্ষণ,

* হাঁস-মুরগি ও গবাদিপশু পালনসংক্রান্ত সহায়তা,

* মসজিদ-মাদ্রাসায় ফলজ ও ঔষধি গাছ রোপণ,

* যুবসমাজকে সাবলম্বী করতে মৎস্যচাষ প্রশিক্ষণ,

* এবং সর্বোপরি মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা কার্যক্রম।

উপদেষ্টা রবিউল ইসলাম বলেন, “সমাজের আয়না হিসেবে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই—আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দুস্থ মানুষের পাশে দাঁড়াই এবং মাদকমুক্ত একটি সমাজ গঠনের অঙ্গীকার করি।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকার, আর্থিক প্রতিষ্ঠান ও সামাজিক সংস্থাগুলো যদি পাশে দাঁড়ায়, তাহলে এই কার্যক্রম কাউনিয়ার গণ্ডি পেরিয়ে রংপুর জেলার প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ।”

‘বাংলার বন্ধু উন্নয়ন সংস্থা’ শুধু সেবাদানে থেমে নেই; তারা সমাজে আশার আলো ছড়াতে চায়। প্রতিটি উদ্যোগ যেন এক একটি বীজ—যা আগামী প্রজন্মের জন্য গড়ে তুলবে সচেতন, সহানুভূতিশীল এবং আত্মনির্ভর একটি সমাজ।

এই ব্যতিক্রমী সংগঠনের সাফল্য ও কর্মকাণ্ড আরও সম্প্রসারিত হোক—এমন প্রত্যাশা এখন এলাকাবাসীর কণ্ঠে কণ্ঠে।