গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে দ্রুতগতির একটি আমবোঝাই থ্রী হুইলার উল্টে ঘটনাস্থলেই হেলপার নিহত হয়েছে, আহত হয়েছে চালক। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের কামদিয়া-পাঁচবিবি সড়কের শাইলট্রি ব্রীজ সংলগ্ন এলাকায় ডাকাতির উদ্দেশ্যে দুর্বৃত্তরা রাস্তার ধারে কেটে রাখা গাছ ফেলে রাখে। ওই সময় পাঁচবিবি দিক থেকে আসা একটি আমবোঝাই থ্রী হুইলার চলন্ত অবস্থায় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় হেলপার সাকিবুল ইসলাম (১৪)। সে নওগাঁ জেলার গাংগুরিয়া থানার সারাইগাছি গুচ্ছগ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে। গুরুতর আহত হয় গাড়িচালক রাশেদুন্নবী ওরফে মেহেদী হাসান (১৬), সে একই এলাকার নজরুল ইসলামের ছেলে। তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ও আহত যুবকরা নওগাঁর পত্নীতলা থেকে আমের ভাড়া নিয়ে রংপুর যাচ্ছিল। ডাকাতরা পরিকল্পিতভাবে রাস্তার গাছ কেটে ফেলে রেখে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে ধারণা করছে পুলিশ।
চালকের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার অন্তর্গত বৈরাগীর হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশের একটি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম যমুনা সংবাদকে বলেন, “প্রাথমিকভাবে এটি ডাকাতির উদ্দেশ্যে রাস্তা অবরোধের ঘটনা বলে মনে হচ্ছে। এ বিষয়ে থানায় একটি মামলা রুজু হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।








