আন্তর্জাতিক ডেস্ক:
২৬ জুলাই আন্তর্জাতিক সংবাদ সংস্থা ব্রিকস নিউজ সুত্রে জানা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ক্ষেত্রে বৈশ্বিক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে চীন একটি আন্তর্জাতিক জোট গঠনের আহ্বান জানিয়েছে। এ উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা অতিগুণসম্পন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা** তৈরি ও নিয়ন্ত্রণে বিশ্ব সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করা।
চীনের রাষ্ট্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমিশনের পক্ষ থেকে বৃহস্পতিবার এক ঘোষণায় বলা হয়, “এই শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত চ্যালেঞ্জগুলোর একটি হচ্ছে সুপার ইন্টেলিজেন্স। এটি মানবজাতির ভবিষ্যৎ নির্ধারণে বিশাল প্রভাব ফেলবে। তাই, এই প্রযুক্তির উন্নয়ন এবং নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে একটি বহুপক্ষীয়, ন্যায়ভিত্তিক বৈশ্বিক অংশীদারিত্ব দরকার।”
চীন তাদের এই প্রস্তাবনা ব্রিকস জোটভুক্ত দেশগুলো ছাড়াও উন্নয়নশীল এবং উন্নত দেশগুলোর কাছে তুলে ধরেছে। প্রযুক্তিগত সহযোগিতা, নীতিমালা বিনিময় এবং গবেষণা প্ল্যাটফর্ম গঠনের মাধ্যমে একটি দায়িত্বশীল ও নিয়ন্ত্রিত এআই উন্নয়নের রূপরেখা প্রণয়নের লক্ষ্য ঘোষণা করা হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, চীনের এ উদ্যোগটি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নেতৃত্বাধীন এককেন্দ্রিক এআই উন্নয়ন নীতির বিপরীতে একটি বিকল্প এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্বভিত্তিক প্রযুক্তি কূটনীতির ইঙ্গিত বহন করে। একই সঙ্গে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নিরাপত্তা, নৈতিকতা এবং মানবিক ব্যবহারের প্রশ্নেও নতুন আলোচনার জন্ম দিতে পারে।
এখন পর্যন্ত রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল এবং সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশ এই প্রস্তাবকে ‘অতীব গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী’ বলে স্বাগত জানিয়েছে।
তবে এ বিষয়ে পশ্চিমা প্রতিক্রিয়া এখনো স্পষ্ট নয়।
বিশ্ব রাজনীতির চাপে যখন প্রযুক্তির নিয়ন্ত্রণ একটি নতুন প্রভাবক্ষেত্র হয়ে উঠছে, তখন চীনের এই উদ্যোগ ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা জগতের ভারসাম্য বদলে দিতে পারে বলেও অনেকে মনে করছেন।








