Home দেশ সংবাদ যশোর যুবদলের বহিষ্কৃত নেতা ইস্কান্দার ঢাকায় ডিবির জালে আটক

যশোর যুবদলের বহিষ্কৃত নেতা ইস্কান্দার ঢাকায় ডিবির জালে আটক

96
0
blank

নিজস্ব প্রতিবেদক, যশোর:

যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক ইস্কান্দার আলী জনি (৪২) অবশেষে ঢাকায় গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে আটক হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টা ২৫ মিনিটে রাজধানীর খিলক্ষেত থানার দক্ষিণ নামাপাড়া তালের টেক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সেখানে ইয়াসিন নামের এক ব্যক্তির বাসায় ভাড়াটিয়া হিসেবে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারকৃত ইস্কান্দার আলী জনি যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। জেলা ডিবি পুলিশের ওসি মনজুরুল হক ভূঁইয়া যমুনা সংবাদকে জানান, জনির বিরুদ্ধে যুবদলের দপ্তর সম্পাদক কামরুল ইসলামের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ রয়েছে। এছাড়া তিনি জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকভাবে অপপ্রচার ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন।

ওসি আরও জানান, সেনাবাহিনী এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উস্কানিমূলক বক্তব্য, গুজব ছড়ানো এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারসহ একাধিক ফৌজদারি মামলায় তাকে আসামি করা হয়েছে। সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে বেনাপোল সীমান্ত পেরিয়ে যুবদলের কয়েক নেতাকে ভারতে পাঠানোর কল্পিত গুজবও তিনিই রটিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, এসব অভিযোগের ভিত্তিতে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে জনিকে রাজধানী থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।