মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “মব কালচারের নামে দেশে যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রতিদিন বিভৎস হত্যাকাণ্ড ঘটছে, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষ আর কিছু প্রত্যাশা করে না।”
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে মৌলভীবাজারের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা বিএনপির আয়োজনে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগ ফ্যাসিস্ট কায়দায় ক্ষমতা কুক্ষিগত রেখেছে। সংবিধানে যাই লেখা থাকুক, তাদের দোসররা যাতে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলা হয়েছে, আর সেই সময় বিএনপি আন্দোলন করতে গেলে তাদের আশ্রয়স্থল থেকে টেনে বের করে পুলিশ গ্রেপ্তার করেছে। আজকে সেই পুলিশ কোথায়? জনবিচ্ছিন্ন করতে চাওয়া শেখ হাসিনার সরকার ব্যর্থ হবে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. ইউনুসকে ধন্যবাদ জানাই, যিনি ক্ষমতার ভার নিয়েই বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলার সাহস দেখিয়েছেন।”
রিজভী আরও অভিযোগ করেন, “বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশের বিচারব্যবস্থা ধ্বংস করেছেন। তার হাত ধরে গণতন্ত্র কবরস্থ হয়েছে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে বন্দী করা হয়েছে। এখন তাকেও গ্রেফতার করা হয়েছে।”
তিনি ঘোষণা দেন, “বিএনপির কোটি কোটি সমর্থক রয়েছে। এবছর সারাদেশে এক কোটি সদস্য সংগ্রহ ও নবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক মো. ফয়জুল করিম ময়ূন এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আব্দুর রহিম রিপন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি.কে. গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, আব্দুল ওয়ালী সিদ্দিকী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন মাতুক, বকশী মিছবাহ উর রহমান, এডভোকেট আবেদ রাজা, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু ও সাধারণ সম্পাদক মারুফ আহমেদ।
রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন নূরুল ইসলাম সেলুন। জেলার ৭ উপজেলা ও ৫ পৌরসভার সিনিয়র নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরুতে রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন।








