Home দেশ সংবাদ বেনাপোলে সাবেক শ্রমিকলীগ নেতা আটক

বেনাপোলে সাবেক শ্রমিকলীগ নেতা আটক

108
0
blank

বেনাপোল প্রতিনিধি:

ভারতে প্রবেশের চেষ্টা করার সময় বাগেরহাট জেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন ওরফে ‘দাতাল মনির’ (৫৫) কে বেনাপোল ইমিগ্রেশন থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, মনির হোসেন ভারতের উদ্দেশ্যে যাত্রার সময় ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দিলে তাৎক্ষণিকভাবে ডাটাবেজ যাচাই করে দেখা যায় তার নামে বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রয়েছে। মামলা নম্বর ২১/৩০৫, তারিখ ২২/১০/২০২৪, যার আওতায় পেনাল কোডের ১৪৩/৩৪১/৩৪২/৩০৭/৩৮৬/৫০৬(২)/১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ইলিয়াছ হোসাইন মুন্সি বলেন, “প্রতিটি যাত্রীর মতো মনির হোসেনের পাসপোর্টও নিয়মমাফিক যাচাই করা হয়। যাচাইয়ে দেখা যায় তার নামে মামলা রয়েছে, ফলে তাকে আমরা বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে তুলে দিই।”

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, “আটক মনির হোসেনের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় মামলা থাকায় তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেখানে হস্তান্তরের প্রস্তুতি চলছে।”

মনির হোসেন বাগেরহাট সদর থানার সাবেক শ্রমিকলীগ নেতা হিসেবে পরিচিত। স্থানীয় রাজনীতিতে তিনি নানা সময় বিতর্কের জন্ম দিয়েছেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে ওঠা মামলাটি ‘চাঁদাবাজি ও হামলার প্রস্তুতি’ সংক্রান্ত বলে ইঙ্গিত পাওয়া গেছে, তবে মামলার বিস্তারিত জানতে তদন্ত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মনির হোসেন ভারত গমনের সময় কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র বহন করছিলেন, যা নিয়ে গোয়েন্দা সংস্থাগুলোও এখন তৎপর হয়েছে।

এই ঘটনায় সীমান্ত নিরাপত্তা ও পাসপোর্ট যাচাই প্রক্রিয়ার কার্যকারিতা নিয়ে প্রশাসনের ভূমিকা প্রশংসিত হলেও, একই সঙ্গে প্রশ্ন উঠছে—এতদিন মনির হোসেন কিভাবে খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছিলেন?