Home দেশ সংবাদ মাহেরীন চৌধুরীর সমাধিতে জেলা প্রশাসকের শ্রদ্ধা নিবেদন

মাহেরীন চৌধুরীর সমাধিতে জেলা প্রশাসকের শ্রদ্ধা নিবেদন

128
0
blank

নিজস্ব প্রতিবেদক:

বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো সাহসিনী শিক্ষিকা মাহেরীন চৌধুরীর আত্মত্যাগকে সম্মান জানিয়ে তাঁর সমাধিতে ফুলেল শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতা নিবেদন করেছেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

আজ বুধবার (২৩ জুলাই) সকাল ১০টায় জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় মাহেরীনের সমাধিতে পৌঁছে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক। সঙ্গে ছিলেন পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন, জলঢাকা থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেনসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসক বলেন,

“একজন শিক্ষিকা শুধু শ্রেণিকক্ষে নয়, জীবন দিয়েও শিক্ষা দেন। মাহেরীন চৌধুরী আমাদের জন্য এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন। তাঁর আত্মত্যাগ জাতিকে জাগিয়ে তুলবে, ভবিষ্যৎ প্রজন্মকে সাহসী ও মানবিক করে গড়ে তুলবে।”

তিনি আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে মাহেরীনের পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়া হবে এবং তাঁর আত্মত্যাগ যেন ইতিহাসে গর্বের অংশ হয়ে থাকে, সেই উদ্যোগ নেওয়া হবে।

পুলিশ সুপার তারিক হোসেন খান বলেন—

“শিক্ষার্থীদের বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করে মাহেরীন চৌধুরী যে উদাহরণ সৃষ্টি করেছেন, তা জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়ার দাবিদার।”

শ্রদ্ধা নিবেদনের সময় কান্নায় ভেঙে পড়েন মাহেরীনের পরিবারের সদস্যরা। অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। সাংবাদিক, সুশীল সমাজ, শিক্ষক ও এলাকাবাসীর উপস্থিতিতে পুরো পরিবেশটি হয়ে ওঠে এক অনন্য আবেগঘন শ্রদ্ধাঞ্জলি।

প্রসঙ্গত,২১ জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে শিক্ষিকা মাহেরীন চৌধুরী নিহত হন। তিনি ছাত্রছাত্রীদের জীবন রক্ষায় শেষ মুহূর্ত পর্যন্ত সংগ্রাম করেছিলেন।

মাহেরীনের আত্মত্যাগ যেন কেবল শোকের নয়, হয়ে উঠুক নিরাপদ শিক্ষা পরিবেশের জন্য রাষ্ট্রীয় অঙ্গীকার—এটাই প্রত্যাশা।