গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাপমারা ইউনিয়নের তালুক রহিমাপুর গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযানে সাইবার অপরাধে জড়িত একটি হ্যাকার চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—স্থানীয় জামিল হোসেনের ছেলে আশিকুর রহমান (৩২) এবং মুনসুর আলীর ছেলে আদম হোসেন (২৮)। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইল ফোন, সিমকার্ড, ল্যাপটপ ও অন্যান্য প্রযুক্তি ডিভাইস জব্দ করা হয়েছে, যা ব্যবহার করে তারা দীর্ঘদিন ধরে নানা ধরনের সাইবার অপরাধ পরিচালনা করে আসছিল বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ওই চক্রটি দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত ডিজিটাল জালিয়াতি, ব্যক্তিগত তথ্য চুরি, আর্থিক প্রতারণা এবং অনলাইন সিস্টেমে হ্যাকিংয়ের সঙ্গে সরাসরি জড়িত। স্থানীয় জনগণের সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে এই দুই হ্যাকারকে আটক করা হয়।
অভিযানের সময় পুরো এলাকা জুড়ে ছিল টানটান উত্তেজনা। রাতভর চলা অভিযানে নিরাপত্তা বাহিনীর কঠোর তৎপরতায় জনমনে স্বস্তি ফিরেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্টরা। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ একাধিক ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি জানান, “আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। চক্রটির সাথে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”
অন্যদিকে, এ অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা বলছেন, “অবশেষে এমন একটি ভয়ংকর চক্র ধরা পড়েছে, যারা আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে খেলছিল।”
প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতাকে অনেকে ‘উল্লেখযোগ্য সাফল্য’ হিসেবে দেখছেন। তদন্ত শেষে পুরো চক্রটি ভেঙে ফেলার প্রত্যাশা স্থানীয়দের।








