নীলফামারী প্রতিনিধি:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষকসহ এ পর্যন্ত ২৭ জন নিহত এবং শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টায় নীলফামারী জেলা শহরের চৌরঙ্গী মোড়ে সাত কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
সমাবেশে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদী স্লোগানে ভরিয়ে তোলেন মোড়ের চারপাশ।
তারা জানান, “শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর দিয়ে যুদ্ধবিমান উড়ানো এবং সেই উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে এত প্রাণহানি—এটি কোনো দুর্ঘটনা নয়, এটি রাষ্ট্রীয় অবহেলা ও দায়িত্বহীনতার ফল।”
এ সময় তারা একক দাবিতে মুখর হন—
“দফা এক, দাবি এক—শিক্ষা উপদেষ্টার পদত্যাগ”
“এক-দুই-তিন-চার—শিক্ষা উপদেষ্টা গদি ছাড়”
শিক্ষার্থীদের অভিযোগ, জনবহুল এলাকায় যুদ্ধবিমান চালানোর অনুমোদন দিয়ে সরকার চরম গাফিলতির পরিচয় দিয়েছে। এই গাফিলতির দায় সরকার ও সংশ্লিষ্ট দপ্তরকে নিতে হবে।
তারা অবিলম্বে এই ঘটনার দায় নিয়ে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, বিচার বিভাগীয় তদন্ত ও ভবিষ্যতে জনবহুল এলাকায় যুদ্ধবিমান ও প্রশিক্ষণ বিমান উড্ডয়ন নিষিদ্ধের দাবি জানান।
স্থানীয় অভিভাবক, সচেতন নাগরিক ও পথচারীরা শিক্ষার্থীদের এই আন্দোলনে সংহতি প্রকাশ করেন।
উল্লেখ্য, ২১ জুলাই দুপুরে রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয়। মুহূর্তেই আগুন ধরে যায় এবং চারদিকে ছড়িয়ে পড়ে ধোঁয়া ও আতঙ্ক। এতে ঘটনাস্থলেই শিক্ষক, শিক্ষার্থীসহ ২৭ জনের মৃত্যু হয় এবং আহত হন শতাধিক।
সারা দেশে এই ঘটনায় গভীর শোক, ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে।








