নীলফামারী প্রতিনিধি :
“জুলাই-আগস্ট গণআত্মত্যাগ মাস-২০২৪” উপলক্ষে শহীদদের স্মরণে নীলফামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) এ কর্মসূচির উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। নীলফামারী প্রেস ক্লাবের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে পরিবেশ রক্ষায় আমাদের সক্রিয় হতে হবে। প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ লাগায়, তবে এই পৃথিবী আরও সুন্দর হবে।”
ছাত্রছাত্রীদের মাঝে পরিবেশ সচেতনতা ও সবুজ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এই আয়োজন বিশেষ তাৎপর্য বহন করে বলে আয়োজকরা জানিয়েছেন।








