Home দেশ সংবাদ সাড়ে ৪ বছরেও শেষ হয়নি ভবন, পাঠদানে ভোগান্তিতে বড়লেখার শিক্ষার্থীরা

সাড়ে ৪ বছরেও শেষ হয়নি ভবন, পাঠদানে ভোগান্তিতে বড়লেখার শিক্ষার্থীরা

91
0
blank

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :

১৮ মাসে শেষ হওয়ার কথা থাকলেও প্রায় সাড়ে ৪ বছরেও সম্পন্ন হয়নি মৌলভীবাজারের বড়লেখা মুহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের নির্মাণকাজ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তদারকিতেও দীর্ঘসূত্রতা ও ঠিকাদারের গাফিলতিতে ভবন নির্মাণ ঝুলে থাকায় চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা।

প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে চারতলা ভিতবিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণের কার্যাদেশ দেওয়া হয় ২০১৯ সালের ৭ নভেম্বর। কাজটি সম্পন্ন করার কথা ছিল ১৮ মাসে। দায়িত্ব পায় বড়লেখার সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সোয়েব আহমদের ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু ভিত্তি নির্মাণের পর দীর্ঘ সময় কাজ বন্ধ রাখেন ঠিকাদার।

এ নিয়ে ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী রতীশ চন্দ্র সেন লিখিতভাবে তাগিদ দিলেও নির্মাণকাজে আশানুরূপ অগ্রগতি হয়নি।

চলতি বছরের ২০ জুলাই রোববার সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, ভবনের ছাদ ঢালাই ও কয়েকটি কক্ষের আংশিক দেয়াল নির্মিত হলেও ফ্লোর, জানালা-দরজা, গ্রীলসহ বহু কাজ এখনও অসমাপ্ত। এমন পরিস্থিতিতে মাদ্রাসায় পাঠদান ও পাবলিক পরীক্ষা গ্রহণে চরম সমস্যা দেখা দিয়েছে।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলিম উদ্দিন বলেন, “এটি দাখিল, আলিম ও ফাজিল পর্যায়ের একমাত্র কেন্দ্র হওয়ায় প্রতিটি পাবলিক পরীক্ষায় ভবন সংকট ভয়াবহ আকার ধারণ করে। স্বাভাবিক পাঠদানও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিষয়টি একাধিকবার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে লিখিতভাবে জানিয়েছি।”

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী নয়ন চন্দ্র দাস জানান, “ঠিকাদার একাধিকবার ব্যক্তিগত সমস্যার কথা বলে মেয়াদ বাড়িয়েছেন। সর্বশেষ ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষের চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে কাজ শেষ না হলে চুক্তি বাতিল করা হবে।”

এদিকে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ, ভবন নির্মাণে দীর্ঘসূত্রিতা ও কাজের প্রতি ঠিকাদারের উদাসীনতায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়েছে। তারা অবিলম্বে নির্মাণকাজ সম্পন্ন করে ভবনটি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন।